1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোনাহাট স্থলবন্দরে ভারতীয় সহকারি হাইকমিশনারের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা - Uttarkon
বুধবার, ১৫ মে ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

সোনাহাট স্থলবন্দরে ভারতীয় সহকারি হাইকমিশনারের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

  • সম্পাদনার সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১২৬ বার প্রদশিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনার সনজিব কুমার ভাটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২ এপ্রিল) দুপুরে স্থলবন্দর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি সরকার রকীব আহমেদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা, রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেবরায়, সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিনসহ স্থলবন্দরের অন্যান্য ব্যবসায়ী নেতারা। পরে স্থলবন্দর আমদানি রপ্তানি কারক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাক্ষরিত একটি স্মারক লিপি ভারতীয় সহকারি হাইকমিশনারের হাতে তুলে দওয়া হয়। এতে সোনাহাট স্থলবন্দরে প্রস্তাবিত ইমিগ্রেশন ব্যবস্থা দ্রুত চালু করণ। এ বন্দরে চাহিদার বিষয়টি আমলে নিয়ে প্রতিদিন (৫০০টি) সর্বোচ্চ সংখ্যক ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের ব্যবস্থা করা। বন্দরের জিরো পয়েন্টে দু-দেশের ব্যবসায়ীদের আলাপচারিতা ও কাগজপত্র আদান প্রদানের সুযোগ দেয়া। বাংলাদেশের পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের সময় হয়রানি বন্ধ করা। বিজনেস ভিসা প্রাপ্তি সহজ করা ও ভিসার মেয়াদ বাড়িয়ে ৫ বছর করাসহ স্থলবন্দরের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ব্যবসায়ীক সমস্যার কথা তুলে ধরেন। ভারতীয় সহকারি হাইকমিশনার তার বক্তব্যে বলেন, সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালুসহ সকল সমস্যা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত আকারে জানিয়ে দ্রুত তা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies