1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বগুড়া ইতিহাস চর্চা পরিষদের অভিষেক ও সেমিনার অনুষ্ঠিত - Uttarkon
বুধবার, ১৫ মে ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের অভিষেক ও সেমিনার অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৮৭ বার প্রদশিত হয়েছে

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের অভিষেক ও ভাসুবিহারের ইতিহাস শীর্ষক সেমিনার ঐতিহাসিক মহাস্থান গড়ের পর্যটন স্ন্যাকস কর্ণার-এ অনুষ্ঠিত হয়েছে।  বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সভাপতি ডাঃ সি.এম. ইদরিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার এর সঞ্চালনায় প্রথম পর্বের অনুষ্ঠান বেলা ১১.১৫ মিনিটে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই ২০২২-২০২৩ সালের জন্য দু’বছর মেয়াদি নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান অত্র সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড.এ.কে.এম মাহবুবুর রহমান।এরপর বেলা ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভাসুবিহার এর ইতিহাস শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড.খালেকুজ্জামান ইলিয়াস। সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া পৌর সভার সাবেক মেয়র এ্যাড.মাহবুবর রহমান,বগুড়া সরকারি মুজিবর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আহাদ তালুকদার। সেমিনারে কি-নোট স্পীকার ছিলেন সরকারি মুজিবর রহমান মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড.সাহিদুর রহমান। সেমিনারে উপস্থিত ছিলেন, মহাস্থান ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ সজিবুল ইসলাম, বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ ইসরাফিল হোসাইন, বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উপদেষ্টা ডাঃ মশিহুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল করিম দুলাল, সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম রাজিউল্লাহ, রেজাউল হাসান রানু, জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী হাসিম মাহমুদ, কোষাধ্যক্ষ সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, সাংগঠনিক সম্পাদক খন্দকার রবিউল আলম লিটন, প্রচার সম্পাদক সুমন সরদার, পাঠাগার সম্পাদক মাসুম আওরঙ্গজেব, নির্বাহী সদস্য রেজাউল বারী ঈসা, মোঃ সাইরুল ইসলাম, মোঃ জহুরুল হক, এ্যাড. মোজাম্মেল হক, ডা. মতিউর রহমান, হাসানুজ্জামান মোঃ ইদ্রিস প্রমূখ। সেমিনারে আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, বগুড়ার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা এবং গবেষণালব্ধ তথ্য-উপাত্ত আগামী প্রজন্মের জন্য উপস্থাপনের জন্য বগুড়া ইতিহাস চর্চা পরিষদ যে উদ্যোগ গ্রহণ করেছে তার সঙ্গে আমরা শুধু রয়েছি তাই নয়, উপরোন্ত গবেষণাধর্মী যে কোন কর্মকা-ে অত্র সংগঠনকে সার্বিক সহযোগিতা প্রদানে আমরা অঙ্গীকারাবদ্ধ। পুরো অনুষ্ঠানের পূর্বাহ্নে বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য সহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আড়াই হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ ‘ঐতিহাসিক ভাসুবিহার’ পরিদর্শন করেন। খবর বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies