ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিকী অনশন পালিত হয়েছে। ৩১ মার্চ সকাল ১০ টায় দলীয় অফিসে পৌর বিএনপির সাবেক সহ- সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, আহবায়ক সদস্য মাহফুজার রহমান চৌধুরী রুবেল, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, যুবদল নেতা সুমন,রতন, এছাড়াও পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. বেলী খাতুন, আহবাশক সদস্য শাহিনা আক্তারসহ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার গরীব মানুষের সরকার নয়। তাদের নিজ দলের কতিপয় নেতাদের ভাগ্য বদলের সরকার।