নীলফামারী জেলা প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসারে নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নে ২৯ মার্চ-২০২২ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষদ চত্ত্বরে মো: মোস্তাফিজুর রহমানের টিসিবি ডিলার থেকে ৪১৬৮টি নি¤œ আয়ের পরিবারের মাঝে ৪৬০/- টাকা প্যাকেজের মাধ্যমে টিসিবি’র পণ্য কার্ডের মাধ্যমে বিক্রয় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাসেম সরকার, ইউ.পি সদস্য/সদস্যা ও বিভিন্ন স্তরের জনগণ। পরিবার প্রতি সয়াবিন তেল ১১০ টাকা দরে ২ লিটার, চিনি ৫৫ টাকা দরে ২ কেজি ও মশুর ডাল ৬৫ টাকা দরে ২ কেজি। জানা যায় পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয় করা হবে।