দেশে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
নগরের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, `দেশে সরকারি দলের লোকজন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বেগম পাড়ায় অর্থ পাচার করছেন।’ আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থ। প্রশাসন এখন রাজনীতি নিয়ে ব্যস্ত। তারা রাজনৈতিক নেতার মত কথা বলে।’ মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকার দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। কিন্তু আমরা তা হতে দিতে পারি না।’ দেশের বিচার ব্যবস্থা এখন আর স্বাধীন নয় বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘বিচার ব্যবস্থা চলে আইন মন্ত্রণালয়ের নির্দেশে।’
স্বৈরাচারী সরকারের সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজপথে ছিলেন, কিন্তু এখন তাকে বন্দি করে রেখে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। দূর্বার আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটনোর মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। এর আগে সকাল সৌয়া ১১ টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় সম্মেলন। পরে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা’র উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ, সহ ক্ষুদ্র-ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, বগুড়া পৌরসভার মেয়র ও নির্বাহী সদস্য মো. রেজাউল করিম বাদশা, নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামিম, হাদিয়া চৌধুরী মুন্নী।
সম্মেলনে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার। সম্মেলনের দ্বিতীয় পর্বে শুরু হয় কাউন্সিল। এসময় জেলার ১৮ ইউনিটের ১ হাজার ৮১৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন করবেন আগামির নেতৃত্ব।
নেতৃত্ব নির্বাচনে সারা দেশে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োগের লক্ষ্যে সিলেট থেকে এ কার্যক্রম চালু হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।