কুড়িগ্রাম।। আজ বুধবার ( ২৩ মার্চ) ২০২২ কুড়িগ্রামে শুরু হয়েছে চরমোনাই-এর ইজতেমা। বাদ যোহর উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে শুরু হওয়া ইজতেমায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতী সৈয়দ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। দেশের বিভিন্ন স্থান থেকে আগত বরেন্য আলেম ওলামাগণ বয়ান পেশ করার কথা রয়েছে। কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ইজতেমার প্রস্তুতি মুটামুটি সম্পন্ন হয়েছে। বিশাল মাঠ ঢেকে দেয়া হয়েছে সামিয়ানা দিয়ে।আগত মুসল্লীরা সেচ্ছাশ্রমের মাধ্যমে সকল কাজ সম্পন্ন করছেন। পাশেই অস্থায়ী চুলায় চলছে রান্না। ইলেকট্রিক বাতি লাগিয়ে আলোকিত করা হয়েছে পুরো প্রাঙ্গণ। আগামী শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিনদিন ব্যাপী এই ইজতেমার।