রাশিয়ায় বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, খাদ্য সংকট। স্থানীয় সুপারমার্কেটগুলোতে খাদ্য সরবরাহে চরম ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি যেসব খাদ্য এখনও পাওয়া যাচ্ছে, তা আবার চড়া মূল্যে। ক্রমশ বাড়ছে দাম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে এ তথ্য দেওয়া হয়েছে। বিবিসির সাংবাদিক স্টিভ রোজেনবার্গ মস্কো ভ্রমণ করে এ চিত্র তুলে এনেছেন। তিনি বলছেন, স্থানীয় অনেক সুপারমার্কেটের তাক থেকে চিনি অদৃশ্য হয়ে গেছে। বর্তমানে রাশিয়ার জনসাধারণের মধ্যে ‘চিনি আতঙ্ক’ দেখা দিয়েছে; দেশটির একটি সংবাদপত্র সোমবার এমন শিরোনাম করেছে বলেও জানাচ্ছেন রোজেনবার্গ।
বিবিসি সাংবাদিক জানান, রোববার তিনি যখন মস্কোর সুপারমার্কেটগুলোতে গিয়েছিলেন, তখন চিনি একেবারেই ছিল না। এছাড়া দোকানে ‘ক্রয় আতঙ্ক’ রোধ করতে খাদ্যসামগ্রীর ওপর বেশ কয়েকটি বিধিনিষেধ চালু করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে লবণ ও রান্নার তেল নিত্যদিনের খাদ্য সামগ্রীর মধ্যে রেশন করা হচ্ছে। রোজেনবার্গ বলেন, রাশিয়ার সংবাদমাধ্যমগুলো ইউক্রেন আক্রমণের প্রচার করতে গিয়ে ‘একটি বিকল্প বাস্তবতা’ তৈরি করছে, যেটিকে তারা ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করছে। তিনি বলেন, ক্রেমলিন চায়, রাশিয়ার জনসাধারণ বিশ্বাস করুক, রাশিয়া ফ্যাসিবাদী ও নাৎসিদের আক্রমণের মুখে এবং তাদের সাহায্য করছে পশ্চিমারা। এবং মস্কো সত্য, ন্যায় এবং ভালোর পক্ষে রয়েছে। তারা মন্দকে ধ্বংস করার জন্য লড়াই করছে।