বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও শুরু হয়েছে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি। সরকার ১ কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে স্বল্পমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ গ্রহন করলেও জনপ্রতিনিধিদের তালিকা প্রণয়নে স্বেচ্ছাচারী মনোভাব অবলম্বন করায় প্রকৃত দুঃস্থ নিম্ন আয়ের জায়গায় সমাজের অবস্থাশালী ব্যক্তিরাও পেয়েছেন এই স্বল্প মূল্যের পণ্য।অথচ অনেক দরিদ্র পরিবারের কর্তা মাশোহারা দিতে না পারায় কার্ড পান নি। বদলগাছী সদর ইউনিয়নের চাংলা গ্রামের পাইকারি ব্যবসায়ী আঃ রাজ্জাক,জিধিরপুর গ্রামের ধন্যাঢ্য ব্যক্তি জাইদুল ইসলাম, কলেজপাড়ার গরুর শেডের মালিক লুৎফর রহমান, সোহাসা গ্রামের রাম চন্দ্র, কাদিবাড়ী গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী প্রকাশ সাহা, ডাঙ্গিসাড়া গ্রামের অমিত সিংহ সহ এরকম আরো শত শত ব্যক্তি ইউনিয়ন পরিষদ কর্তৃক কার্ড পেয়ে প্রথম দিন টিসিবির পণ্য উত্তোলন করেছেন। এ বিষয়ে বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন, তালিকা বিভিন্নভাবে এসেছে তো। তাছাড়া অবস্থাশালী ব্যক্তিদের নাম আসার তো কথা ছিলনা। এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সাথে কথা বললে তিনি বলেন, যদি এরকম থাকে তাহলে তাদের কার্ড বাতিল করা হবে। অসতর্ক ভাবে তালিকা প্রস্তুত করায় সরকারের মহৎ উদ্যোগ ভেস্তে যাবে বলে সুশীল সমাজ মনে করছেন।