স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দেশে মুক্তিযুদ্ধ বিষয়ক বইমেলা ও চিত্র প্রদর্শনীসহ দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে বিএনপি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত মুক্তিযুদ্ধ বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনী’ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ২৩ মার্চ জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি শুরু হবে। বিএনপি নেতা আমান জানান, মেলা ও প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়। বইমেলা ও প্রদর্শনীতে থাকবে বিশিষ্ট লেখকদের মুক্তিযুদ্ধ, রাজনীতি, গবেষণাভিত্তিক প্রকাশনা, গল্প, কবিতা, উপন্যাস ও বিশ্লেষণধর্মী বই। এছাড়াও থাকবে আলোকচিত্র ও শিল্পীদের আঁকা ছবি। আগামী ২৩ মার্চ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বইমেলা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ২৪ মার্চ বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত তাদের দলের কমিটি প্রায় এক বছর আগে কাজ শুরু করে এবং ২৬ মার্চ তা শেষ হবে। তিনি বলেন, সুবর্ণজয়ন্তী উপলক্ষে কমিটি এক বছর ধরে সারাদেশে নানা কর্মসূচির আয়োজন করেছে।