সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নিয়ন্ত্রণের দাবী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৮ মার্চ) সকাল ৭ টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলার আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, সেক্রেটারী মাওলানা গওহর আলী, শহর সভাপতি শরফুদ্দীন খাঁন ও সেক্রেটারী মাওলানা ওয়াজেদ আলী। বক্তারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্যের কারণে ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা। বিশেষ করে ভোজ্যতেল সহ নিত্যপণ্য কিনতে গিয়ে দিশেহারা সাধারণ মানুষ। ফলে খেটে খাওয়া দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ অনেকটা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো অনেকটা নিরব দূর্ভিক্ষে পড়েছে। তারা না পারছে সামাল দিতে, না পারছে হাত পাততে। ফলে চরম অসহায়ত্বে নিপতিত তারা। এই দূর্বিসহ পরিস্থিতি থেকে আশু পরিত্রাণের জন্য দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। নয়তো জনতার পিঠ দেয়ালে ঠেকলে তারা রুখে দাঁড়াবেই। তখন এই অবৈধ রাতের ভোটের সরকার কোনভাবেই টিকতে পারবেনা। কারণ জুলুম নির্যাতন করে কেউই কখনো রক্ষা পায়নি, আগামীতেও পারবেনা। তাই জনগণের প্রতি ন্যুনতম দায়বদ্ধতা থেকে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক পর্যায়ে আনতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে সিন্ডিকেটের লাগাম টেনে ধরুন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশব্যপী বিক্ষোভ মিছিলের আলোকে আয়োজিত সৈয়দপুরের এই কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। বক্তব্য শেষে দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায কামনার মধ্যদিয়ে কার্যক্রমের সমাপ্তি টানা হয়।