বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এমআইটি পার্ক লি: এর ব্যবস্থাপনায় অ-১২ ক্রিকেট মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ক্রিকেট মিলন মেলায় বগুড়া জেলার ১৮০জন ক্ষুদে খেলোয়াড় ১২টি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদাক মো: মাসুদুর রহমান মিলন, জেলা ক্রীড় সংস্থার অতিঃ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সংস্থার নির্বাহী সদস্য জামিলুর রহমান জামিল, সহিদুল ইসলাম স্বপন, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, জাকিয়া সুলতান আলেয়া, কোচ- জিতু, রুবেল, বিপুল, রিফাত, রাশেদ, সাজু, রবি, বৃষ্টি।