1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
হৃদয়ে সৈয়দপুর'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Uttarkon
রবিবার, ০৫ মে ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মে মাসে দেশে বৃষ্টির সর্বকালের রেকর্ড ভাঙবে! ‘শুক্রবার ক্লাস নেয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল’ জনগণের পাশে দাঁড়ানোর কারণেই আস্থা অর্জন করেছে সেনাবাহিনী : প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় নতুন করে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের ভোট বর্জনে আহ্বান জানিয়ে বালিয়াদীঘিতে বিএনপির লিফলেট বিতরণ ভোট বর্জনের আহ্বান জানিয়ে গাবতলীতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ নতুন উদ্যোগ রাজশাহী ওয়াসার, আত্মঘাতী বলছে সুশীল সমাজ রাবি ক্যাম্পাসে চলছে অপরিপক্ক ফল পাড়ার হিড়িক কুড়িগ্রামের উলিপুরে ভাঙা ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল, আতঙ্কে এলাকাবাসী

হৃদয়ে সৈয়দপুর’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৯৯ বার প্রদশিত হয়েছে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: “without humanity cannot survive” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘হৃদয়ে সৈয়দপুর’র পথচলার চতুর্থ বর্ষপূর্তী উপলক্ষে নানা আয়োজন করা হয়। শুক্রবার (৪ মার্চ) বিকেলে শহরের অফিসার্স ক্লাব থেকে একটি আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হৃদয়ে সৈয়দপুর’র সভাপতি আকাশ সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা (৩২৩) এমপি রাবেয়া আলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, আ’লীগ নেতা ইন্জিঃ একেএম রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোস্তফা ফিরোজ, সমাজ সেবক রবিউল আউয়াল রবি। আরও বক্তব্য রাখেন গৌরব ও মানবিক পথচলা সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’র স্বেচ্ছাসেবী  সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রুবেল। এর আগে মুক্ত আকাশে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে সংগঠনের সহ-সভাপতি রাশেদুজ্জামান রানার কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে শুরু আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সোহেল রানা। এছাড়া উপস্থিত ছিলেন, উপদেষ্টা বুলবুল সরকার ও মনিরুজ্জামান সরকার জুন, শিশু অভিনয় শিল্পী মারিয়া রিদা নিজাম এবং বিভিন্ন শাখার সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল সদস্য বৃন্দু ও কেন্দ্রীয় কমিটির সকলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোমিনুল ইসলাম সোহাগ। আলোচনা সভা শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় সংগঠন এর পৌর ও সকল ইউনিয়ন শাখাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে ৫ মার্চ শনিবার বিকেলে শহরের শিল্প সাহিত্য সংসদ সুপার মার্কেট এর তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে কেক কেটে হৃদয়ে সৈয়দপুর এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষীকি পালন করে। এসময় সংগঠনের সকল সদস্যসহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সৈয়দপুরের বেশকিছু শিক্ষিত উদ্যোমী তরুণ তরুণী সম্মিলিতভাবে গত ২০১৮ সালের ৫ মার্চ এই সংগঠন গড়ে তুলে নিজের লেখাপড়া ও কর্মের পাশাপাশি স্বেচ্ছায় সমাজের নানা জনহিতকর কাজকর্ম করে আসছে। এসবের মধ্যে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষকে অন্য বস্ত্র বিতরণ, অসুস্থ ও দূর্ঘটনাকবলিত মানুষকে চিকিৎসা সেবা প্রদানে সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানুষকে বই পড়তে উদ্ধুদ্ধকরণ, পথের পাঠাগার স্থাপন, শহরজুড়ে ডাষ্টবিন স্থাপন, রমজানে এতিমদের নিয়ে ইফতার মাহফিল, ঈদে হতদরিদ্রদের মাঝে শেমাই ও কাপড় বিতরণ, শীতে রিক্সাওয়ালাদের মাঝে জুতা মোজা বিতরণ, অসহায় দরিদ্রের বাড়িতে টিউবওয়েল স্থাপন, বৃক্ষরোপন, চলমান করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ, জনসচেতনতা বৃদ্ধিতে অটোরিকশা ও গাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলা সংক্রান্ত স্টীকার লাগানো উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies