বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস-২০২২ পালন করা হয়েছে। ” মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সার্বিক তত্ত্বাবধানে ২ মার্চ সকাল ১০ টায় একটি র্্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এরপর জাতীয় ভোটার দিবস-২০২২ এবং মুজিব বর্ষের স্বাধীনতা এর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মহিলা ভাইস- চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা, ওসি( তদন্ত) রায়হান হোসেন, নির্বাচন কর্মকর্তা সেজার উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাহেলা বেগম প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।