নওগাঁ প্রতিনিধিঃ “মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে নওগাঁয় ৪র্থ জাতীয় ভোটার দিবস ২০২২ইং পালিত হয়েছে। বুধবার (২মার্চ) সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা নির্বাচন কমিশনের আয়োজনে ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবস এর শুভ উদ্বোধন করেন পরে জেলা নির্বাচন কমিশন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। এসময় অন্যান্যদের মধ্যে নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিনের উপজেলা কর্মকর্তা ও কর্মচারী এবং শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।