বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জন্ম – মৃত্যু নিবন্ধন কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় উপ- পরিচালক ড. চিত্রলেখা নাজনীন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপজেলার ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য -সদস্যা, ইউপি সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সাংবাদিক অংশগ্রহণ করেন।