পোরশা(নওগাঁ)প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর পোরশায় আগামী ২৬ ফেব্রুয়ারী সম্পন্ন হবে টিকার ১ম ডোজ ভ্যাক্্িরন প্রদান কর্মসূচি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভার সভাপতি ইউএনও নাজমুল হামিদ রেজা বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারী করোনা টিকার ১ম ডোজ প্রদান কর্মসূচি শেষ হবে। এরপর যথারীতি ২য় ও ৩য় ডোজ প্রদানের কার্যক্রম চলবে। তিনি ওই দিনের মধ্যে উপজেলার সকল অবশিষ্ট/বাদপড়া জণগোষ্ঠিকে টিকার ১ম ডোজ গ্রহণের অনুরোধ করেন। তিনি এব্যাপারে জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের সাধারন জনগণকে উদ্বুদ্ধ করতে আহবান জানান। এসময় তিনি টিকা নিলেও মুখে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী সহ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।