মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার উপজেলার নবনির্বাচিত ১০ ইউপি চেয়ারম্যান তাদের স্ব স্ব কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন। দুপুর ২ টায় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সদর ইউপির নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি। প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ। অন্যদিকে উপজেলা অপর ৯টি ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ তাদের স্ব স্ব কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর এ উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।