নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে আলোচনায় দেশের আট জ্যেষ্ঠ সাংবাদিকের সাথে বৈঠকে বসছে সার্চ কমিটি। মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে এরইমধ্যে জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, মঙ্গলবারের সভায় উপস্থিত থাকবেন দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীর, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনে শনিবার প্রথম দফায় বেলা ১১.১৫টা থেকে ১২.৩০টা এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে ২.৩০টা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি।