সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে তরুণ সমাজসেবক ও সাংবাদিক আবুল বাসারের ব্যক্তিগত উদ্যেগে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নয়াপাড়া মোড়ে শতাধিক অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল আকতার, মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলা, স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দীন লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আবুল বাসার বলেন, আমি এক সময় খুব গরীবাবস্থায় দিন পার করেছি। গরীবের কষ্টগুলো আমার বুকে এসে লাগে। তাই আমার সাধ্যানুযায়ী গরীব ও অসহায় মানুষের সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করি। চলতি শীত মৌসুমে বিভিন্ন এলাকায় নিজ উদ্যেগে প্রায় ৫শতাধিক কম্বল বিতরণ করেছেন বলেও জানান তিনি।