মহদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। চলতি মৌসুমে সরিষার ভালো ফলনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিনা পারভিন জানান, উপজেলায় এবার ১হাজার ৫শ ৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও চাষ হয়েছে ১ হাজার ৮শ ৯০ হেক্টর জমিতে। শিবরামপুর গ্রামের কৃষক আবু আয়মান জানান, মৌসুমের শেষে বৃষ্টিতে সরিষার কিছুটা ক্ষতি হলেও উৎপাদন ভালো হয়েছে। প্রতি বিঘা জমিতে অন্যান্য বছর ৪ থেকে ৫ মণ সরিষা উৎপাদন হলেও এবার ৬ থেকে ৭ মণ সরিষা উৎপাদন হচ্ছে। বাজারে প্রতিমণ সরিষা ২২ থেকে ২৩শ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগীতা নিয়ে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।