মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অসময়ের বৃষ্টিতে শরিষা ও আলুসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে পাকা শরিষা ও আলুর জমিতে পানি জমায় জমি থেকে শরিষা ও আলু তুলতে পারছেন না কৃষকরা। বৃষ্টির সাথে কনকনে ঠান্ডা বাতাসের কারণে মাঠে নামতে পারছেন না শ্রমিকরা। এতে জমিতেই নষ্ট হচ্ছে এসব ফসল। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ভালাইন, শিবরামপুর, রামচন্দ্রপুর, খাজুরসহ বিভিন্ন এলাকায় মাঠে মাঠে প্রচুর পরিমানে পাকা শরিষা ও আলু নষ্ট হয়েছে। তবে কী পরিমাণ জমির শস্য নষ্ট হয়েছে এর সঠিক হিসাব নেই উপজেলা কৃষি অফিসে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিনা পারভীনের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেননি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে ৩শ ৮৫ হেক্টর বেশি জমিতে শরিষা চাষ হয়েছে। ১ হাজার ৫শ ৫ হেক্টর জমিতে শরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১ হাজার ৮শ ৯০ হেক্টর জমিতে। অন্যদিকে চলতি মৌসুমে এ উপজেলায় আলু চাষ হয়েছে, মোট ১ হাজার ৭শ ৯০ হেক্টর জমিতে। শিবরামপুর গ্রামের কৃষক আবু আইমান জানান, মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় শরিষা আলুসহ রবি শস্যের আবাদ ভালো হলেও অসময়ে বৃষ্টির কারণে এসব ফসল ভালোভাবে ঘরে তুলতে না পারায় ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৫০ ভাগ জমির শরিষা ইতিমধ্যেই কর্তন করা হয়েছে। বৃষ্টির কারণে বাকি ৫০ ভাগ শরিষা কর্তনে বিলম্ব হওয়ায় ক্ষতি হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আলু ক্ষেতের। আবহাওয়া আরো দুই একদিন এরকম থাকলে জমিতেই আলুর পচন ধরে ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে বলেও তিনি জানান।