বিশ্বব্যাপী কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ২৮৪ জনের। করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৭৫১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ১০৯ জনে। আর সুস্থ হয়েছেন ৩১ কোটি ১ লাখ ৯০ হাজার ৫৭৩ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৮৬০ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫৩০ জনের। এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছিল। এরপর মাত্র দেড় মাসে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক লাখ মানুষের মৃত্যু হলো। প্রসঙ্গত, বিশ্বে যুক্তরাষ্ট্রেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এক্ষেত্রে ব্রাজিল (৬ লাখ ৩১ হাজার ২৬৫ জন) দ্বিতীয় ও ভারত (৫ লাখ ৫৫ জন) তৃতীয় অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে নতুন সংক্রিমতের সংখ্যা কমে আসতে শুরু করলেও দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও বাড়ছে। বর্তমানে দেশটিতে প্রতিদিন গড়ে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হচ্ছে করোনায়। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রোশেল ওয়ালেনস্কি বলেন, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার এখনও অনেক বেশি। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায়। এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেল পাঁচ লাখ এক হাজার ১১৪ জন। এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে এক লাখ ২৭ হাজার ৯৫২ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন চার কোটি ১৯ লাখ ৫২ হাজার মানুষ। দেশটিতে করোনা শনাক্তের হার ৭.৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই লাখ ৩০ হাজার মানুষ সুস্থ হয়েছে। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৩ লাখ ৩১ হাজার মানুষ। করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে আক্রান্তের হার অনেক বেড়ে যেতে দেখা যায়। তবে ধীরে ধীরে দেশটিতে সংক্রমণের হার কমছে। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬৩ লাখ ১৯ হাজার ৩৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৬৯ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৩৯০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩২ হাজার ২০৭ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৮৮৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৯৮৪ জন। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।