1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে শুধু বগুড়া নয় সারাদেশ উন্নয়ন করা হবে- তারেক রহমান আমরা ক্ষমতায় গেলে রাজশাহী অঞ্চলের উন্নয়নকাজ, পদ্মা ব্যারাজ নির্মাণ করব- তারেক রহমান প্রয়োজনে জীবন দেব, তবু জনগণের অধিকার কেড়ে নিতে দেব না-জামায়াত আমির সান্তাহারে রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান ভারতের সংসদ শ্রদ্ধা জানালো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি দলের শীর্ষ নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: বিএনপি প্রযুক্তি খাত থেকেই ভবিষ্যৎ রচনা হবে : ড. ইউনূস বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র-মার্কিন রাষ্ট্রদূত সহিংসতা বন্ধ করে কল্যাণের রাজনীতির পক্ষে দাঁড়াতে চাই-ডা: শফিকুর রহমান

ঠাণ্ডায় কাঁবু উত্তরাঞ্চল; টানা ৪ দিন সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

দেশের উত্তরাঞ্চলে কনকনে ঠান্ডায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীতের দাপট কমানোর চেষ্টা করছেন অনেকেই। ঠাণ্ডায় কাঁবু উত্তরাঞ্চলে নিম্ন আয়ের মানুষ। টানা চতুর্থ দিনের মত সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ে। এসময়ে হিমালয়ের হিমেল বাতাসে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ জেলার ওপর দিয়ে।
মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সাত দশমিক এক ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার এখানে ছয় ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়ার টানা এই অবস্থানে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের মানুষ। গত ২৯ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পঞ্চগড় জেলায় একটানা মাঝারি শৈত্যপ্রবাহ আর সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে একটানা শীতের প্রকোপে জেলা জুড়ে শীত ও শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। পঞ্চগড় জেলা শহরের পান দোকানদার আমিনার রহমান জানান, পান বেঁচে চলে সংসার। তাই বাধ্য হয়ে শীতের মধ্যে দোকান খুলতে হয়। বাতাসের কারণে দোকানের ভেতরেও বসে থাকা যাচ্ছে না। হোটেল শ্রমিক নুর নবী জানান, ভোর বেলা বাড়ি থেকে বের হয়ে হোটেলে কাজের জন্য আসতে হয়। বাড়ি থেকে বের হলে হাত-পা কুঁকড়ে যাচ্ছে রিকশা ভ্যানে চড়লে ঠাণ্ডায় কাঁবু করে ফেলছে। জেলা শহরের ইসলামবাগ এলাকার গৃহিণী উম্মে কুলসুম মিতা জানান, শীতের প্রকোপ এতটাই বেশি যে ঘরের ভেতরেও থাকা যাচ্ছে না। তারপরও আমাদের ভোর থেকে রাত পর্যন্ত ঠাণ্ডা পানি ব্যবহার করতে হয়। স্বামী, ছেলে-কন্যা তাদের জন্য তো কাজ করতেই হবে। আমাদের হাত-পা অবশ হয়ে যায়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সিরাজউদ্দৌলা পলিন জানান, হাসপাতালের বহির্বিভাগ ও অন্তবিভাগ সবখানে রোগীর চাপ বেড়েছে। প্রতিবছর এসময়টাতে এখানকার মানুষ শীত ও শীতজনিত নানা রোগে আক্রান্ত হন। শীতের সময়টাতে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক মোঃ শাহা আলম মিয়া জানান, ঘনকুয়াশার স্থায়ীত্ব বেশি হলে এসময়ের ফল ফসলের ক্ষতি হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ায় এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তারপরও মাঠ পর্যায়ের কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কৃষকদের নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে। তারপরও ঘনকুয়াশায় বীজতলা যেন ক্ষতি না হয় এজন্য কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখতে পরামর্শ দেয়া হয়েছে। এদিকে জেলা প্রশাসন প্রায় ৩৪ হাজার কম্বল বিতরণ করেছেন। শীতবস্ত্রের চাহিদা বাড়লেও জেলা প্রশাসনের কাছে নতুন করে কোনো শীতবস্ত্র আসেনি। তবে শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল শাহ জানান, গতকালের তুলনায় আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। গতকাল সকাল ৯টায় ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছিল আজ মঙ্গলবার সকাল ৯টায় ৭ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজও সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। জানুয়ারি মাসে ২০ দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবং গত চারদিন ধরে এখানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রীর মধ্যে থাকলে তা মাঝারি শৈত্যপ্রবাহ বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies