নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় কবি সোবহান সেতুর ‘মায়াবতীর উপাখ্যান‘ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জিলা স্কুলে এ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক শ্রী শক্তিপদ চৌধুরী। জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে তফসির উদ্দিন, গবেষক ও সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম, কবি সোবহান সেতুসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মূস্তাফার কন্ঠে কবি সোবহান সেতুর চারটি কবিতার অডিও প্রকাশনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক আতিক রহমান। এ সময় বক্তারা শিক্ষিত ও সুস্থ ধারার সমাজ ব্যবস্থা গড়ে তুলতে বই পড়ার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক কবি-সাহিত্যিক, গবেষক, শিল্পী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও জিলা স্বুলের এসএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।