নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১১৪ জন গ্রাম পুলিশের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে এসব বাই সাইকেল বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব বাই সাইকেল বিতরন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন উপস্থিত ছিলেন।