কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের বানিয়াচাপড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১শ ২০জন শিক্ষার্থীদের মাঝে ইউপি সদস্যের ব্যক্তি উদ্যোগে স্কুল ড্রেস বিতরণ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রনোদনা ঘোষণা করেন ইউপি সদস্য আব্দুল মতিন আকন্দ। এই ইউপি সদস্যের এমন মানবিক কর্মকান্ডে শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে শিক্ষার উন্নয়নে ব্যাপক সাড়া পড়েছে। শনিবার দুপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে বানিয়াচাপড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে ইউপি সদস্য আব্দুল মতিন আকন্দ প্রদত্ত স্কুল ড্রেস বিতরণ করেন স্থানীয় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক মো. আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম। এ সময় উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের সদস্য আবু হাসান প্রামানিক ও ৮ নং ওয়ার্ডের সদস্য ইদ্রিস আলী খানসহ বিদ্যালয়ের শিক্ষকসহ অভিভাবকবৃন্দরা। স্কুল ড্রেস বিতরণ শেষে ইউপি সদস্য আব্দুল মতিন আকন্দ উক্ত বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলেন, প্রাথমিক সমাপনি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে কমপক্ষে ৪ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি লাভ করলে প্রত্যেক বৃত্তিধারীকে নগদ ৫ হাজার এবং বিদ্যালয়ের সকল শিক্ষককে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হবে।