বগুড়ায় জুনিয়র স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খোলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের সরকারি মোস্তফাবিয়া আলিম মাদরাসা মাঠে খেলায় গোধুলী হোটেল ১-০ গোলে সালাম মটরসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলঅ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলঅ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলঅ ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি। বগুড়া শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু। বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মোঃ মেহেদী হাসান হিমু, সরকারি মোস্তফাবিয়া আলিম মাদরাসার ভাপ্ত অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান প্রমূখ।