পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: কার্প-গলদা চিংড়ির মিশ্র চাষ ও পাড়ে সবজি চাষ বিষয়ে কামদিয়ার বেসাইনে জাকস ফাউন্ডেশনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জাকস ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের অর্থায়নে বেসাইন হিন্দু পাড়ায় অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন চাষী নির্মল বর্মন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা রাশিদুল ইসলাম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুর আলী, চাষীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সুভাষ চন্দ্র বর্মন প্রমুখ। অনুষ্ঠানে জাকস ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগের মাঠকর্মী বৃন্দ ও বেসাইন পুরুষ সমিতির সদস্য এবং মৎস্য চাষী রমেশ চন্দ্র বর্মন, নির্মল চন্দ্র বর্মন, সুজিত চন্দ্র বর্মন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাঠ দিবসে কার্প জাতীয় মাছ চাষের পাশাপাশি কার্প-গলদা চিংড়ির মিশ্র চাষ ও পাড়ে সবজি চাষ বিষয়ে সম্ভাবনা, নিয়ন ও করণীয় বিষয়ে আলোচনা সহ উপস্থিত জনতার সামনে গলদা-চিংড়ি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।