চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ ফল প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এ ফল প্রকাশ করেন। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৬০৪৭, রাজশাহী ২৬১৬৭, কুমিল্লা ১০২৪৫, যশোর ১৩৭৬৪, চট্টগ্রাম ৯০০৮, বরিশাল ৪৪৮৩, সিলেট ৪২৬৩, দিনাজপুর ১২০৮৬, ময়মনসিংহ ৭৪৩৪, মাদ্রাসা ৭৫১৬ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৪৮৮৫ জন। মোট জিপিএ-৫ পান ১৩৫৮৯৮ জন শিক্ষার্থী। এর আগে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন। প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এবার ফলাফলে ইতিবাচক দিক থেকে সবই বৃদ্ধি পেয়েছে। ৯টি শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিষ্ঠান গতবছর ছিল ২৮৭৯৬ এবার তা হয়েছে ২৯০৬০। কেন্দ্র ৩৬০৩ থেকে বেড়ে হয়েছে ৩৬৮৫। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২০৪০০২৮ থেকে বেড়ে হয়েছে ২২৪০৩৯৫ জন। উত্তীর্ণ ২০২০ সালে ছিল ১৬৯০৫২৩ থেকে বেড়ে হয়েছে ২০৯৬৫৪৬ জন। পাসের হার ছিল ৮২.৮৭ শতাংশ এবার হয়েছে ৯৩.৫৮ শতাংশ। শতভাগ পাস করা প্রতিষ্ঠান ছিল ৩০২৩ এবার হয়েছে ৫৪৯৪। পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ১৮টি গতবার ছিল ১০৪ টি।
প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে।
এছাড়া, মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাবে। সেজন্য মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ : SSC DHA 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ : DAKHIL MAD 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।