জয়পুরহাট প্রতিনিধি: ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) রাইট হিয়ার রাইট নাউ ২ প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচআর) নিয়ে কাজ করার জন্য প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে পারে এমন বিভিন্ন এনজিও কর্মকর্তা, ইয়ুথ ও সরকারী কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের এরিয়া কো অর্ডিনেটর মাধুরী সূত্রধর এর সঞ্চালনায় গতকাল সকাল ১০ টায় জয়পুরহাট শহরের স্বপ্ন ছায়া কসিউনিটি সেন্টারে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সমস্যাগুলো কোথায় কিভাবে সেবা পাবে, কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায়, কি কি পদক্ষেপ নেওয়া যায়, কোন প্রতিষ্ঠান কি ধরনের কার্যক্রম বা সামনের দিনগুলিতে কাজ করবে, স্কুলেও কিভাবে কার্যক্রম শুরু করা যায় তা আলোচনায় বেড়িয়ে আসে। এছাড়াও ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বৈচিত্র্য নির্বিশেষে সকল জনগোষ্ঠীর অর্ন্তভূক্ত যুব ও তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা অধিকার নিশ্চিত করার বিষয়েও অংশগ্রহনকারীরা আশাবাদ ব্যক্ত করেন। দিনব্যাপী ওই কর্মশালায় অংশগ্রহন করে বক্তব্য রাখেন এসো’র প্রধান নির্বাহী মো: মতিনুর রহমান, জেআরডিএম’র নির্বাহী পরিচালক মোছা: রাজিয়া সুলতানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম, এসএসডিও’র নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন, বিকল্প উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক নন্দলাল পার্শী প্রমূখ। কর্মশালার উদ্দেশ্য এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়্যুথ মবিলাইজার মোছা: মুর্শিদা খাতুন।