নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপূরে নওগাঁ শহরের পুরাতন কালেক্টরেট ভবন চত্ত্বরে মুক্ত মঞ্চে জেলা প্রশাসন আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম রায়, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউল রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশীদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানি সহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে ১২০ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।