নওগাঁ প্রতিনিধিঃ নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চিত কর এ প্রদিপাদ্যে নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস, ২০২১ পালন উপলক্ষে বৈষম্য মূলক পারিবারিক আইন সংস্কার এবং সম্পদ-সম্পতিতে সমঅধিকারের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে শহরের ডিগ্রির মোড়ে বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি সিদ্দিকা খাতুন এর সভাপতিত্বে এসময় বাংলাদেশ মহিলা পরিষদ নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, লিগ্যাল এইড সম্পাদক ফেরদৌসি আক্তার, নওগাঁ জজ কোর্টের এপিপি, রাবেয়া আক্তার প্রমূখ সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, নারীর প্রতি সহিংসতা বন্ধ করে সমঅধিকার নিশ্চিত করা এবং নারী নির্যাতন প্রতিরোধ বৈষম্য মূলক পারিবারিক আইন সংস্কার এবং সম্পদ-সম্পতিতে সমঅধিকারের দাবির সর্ম্পকে আলোচনা করেন।