নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় উন্নয়ন সংস্থাসমূহের একটি সমস্বয়কারী প্রতিষ্ঠান এডারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জননী সমাজ উন্নয়ন সংস্থা কেড়ির মোড় নওগাঁর হলরুমেএডার নওগাঁ জেলা শাখার সভাপতি ও দাবি মৌলিক উন্নয়ন সংস্থা দাবির নির্বাহী পরিচালক আশরাফুন নাহার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এডার নওগাঁ জেলা শাখার সহ সভাপতি এসএম শহিদুল ইসলাম, এডার নওগাঁ জেলা শাখার সচিব ও জননী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকরামুল ইসলাম, প্রভাতী মহিলা সমিতির নির্বাহী পরিচালক পারভীন আকতার, মুড় মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লাবনী রানী সাহা, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল ও এডাবের আঞ্চলিক সমন্বয়কারী কে এম ওবায়দুর রহমান জুয়েল প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় এডার নওগাঁ জেলা শাখার সচিব ও জননী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকরামুল ইসলাম বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।