নওগাঁ প্রতিনিধিঃ তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর দুই উপজেলা ২২টি ইউনিয়নে নৌকা প্রতিকে ৮জন এবং স্বতন্ত্র পদে ১৪ জন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে নওগাঁ জেলার মান্দা উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ ও বদলগাছী উপজেলা নির্বাচন অফিসার মোহা. সেজারুদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতিকে তিন জন এবং স্বতন্ত্রপদে ১১ জন বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন, নৌকা প্রতিকে ভারশোঁ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান সুমন, পরানপুর ইউনিয়নে মাহফুজুর রহমান উজ্জল, কসব ইউনিয়নে ফজলুর রহমান। স্বতন্ত্র পদে বিজয়ীরা হলেন, এবং মান্দা ইউনিয়নে তোফাজ্জল হোসেন তোফা, প্রসাদপুর ইউনিয়নে আব্দুল মতিন, বিষ্ণপুর ইউনিয়নে এসএম গোলাম আজম, গণেশপুর ইউনিয়নে শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, কাঁশোপাড়া ইউনিয়নে আব্দুস সালাম, ভালাইন ইউনিয়নে গোলাম মোস্তফা মন্ডল, নুরুল্যাবাদ ইউনিয়নে ইয়াছিন আলী প্রামাণিক, তেঁতুলিয়া ইউনিয়নে এসএম মখলেছুর রহমান কামরুল, কুসুম্বা ইউনিয়নে নওফেল আলী, কালিকাপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম বাবু এবং মৈনম ইউনিয়নে আনিসুর রহমান। মান্দার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৮৮ জন। যেখানে চেয়ারম্যান পদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৪০টি কেন্দ্রের ৬৮১ টি কক্ষে ভোট গ্রহণ হয়। মান্দা সদর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহন হয়। অপরদিকে, বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতিকে পাঁচজন এবং স্বতন্ত্র তিনজন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। বিজয়ীরা হলেন, নৌকা প্রতিকে বদলগাছী সদর ইউনিয়নে আনোয়ার হোসেন, কোলা ইউনিয়নে শাহীনুর ইসলাম স্বপন, পাহাড়পুর ইউনিয়নে মিজানুর রহমান কিশোর, মিঠাপুর ইউনিয়নে ফিরোজ হোসেন এবং মথুরাপুর ইউনিয়নে মাসুদ রানা। স্বতন্ত্র পদে বিজয়ী প্রার্থীরা হলেন, বালুভরা ইউনিয়নে আল এমরান হোসেন, বিলাশবাড়ী ইউনিয়নে সাইদুর রহমান কেটু এবং আধাইপুরে একেএম রেজাউল কবীর পল্টন। বদলগাছীর আটটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ২৩২ জন। যেখানে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭৪টি কেন্দ্রের ৪৭৮ টি কক্ষে ভোট গ্রহণ হয়। বদলগাছী সদর ও পাহাড়পুর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহন হয়।