দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ আগামী ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, সাবেক প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ, সুজ্জাদ আলী, আব্দুল করিম, দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী, কাউন্সিলর এসএম কায়কোবাদ, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, মেহেরুল ইসলাম, আব্দুল হাকিম, এসএম হেলাল, শাহজাহান আলী, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র নেসকোর সহকারী প্রকৌশলী গোলাম হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিটের লিডার ময়নুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, সাবেক ব্যাংকার সাংবাদিক আজিজুল হক, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস সহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, অধ্যক্ষ, প্রধান শিক্ষক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।