মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের সমস্যা সমাধানে ইস্যু নির্ধারণ ও কর্মপরিকল্পনা বিষয়ে এনএনএমসি’র জেলা ও উপজেলা পর্যায়ের এ্যাডভোকেসী প্লাটফর্মের সাথে দলিত ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আরকোর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আরকোর নির্বাহী পরিচালক সজল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা এ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি এ্যাডভোকেট আব্দুল বারী, উপজেলা এ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, আরকোর কর্মকর্তা শুকলা মুখার্জী, হুমায়ন কবির, নাইস পারভীন, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নেতা আমিন কুজুর, হরিপদ পাহান, দলিত সম্প্রদায়ের নেতা শংকর রবিদাস প্রমূখ। সভায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের ১০টি সমস্যা চিহ্নিত করা হয় এবং এসব সমস্যা সমাধানে যৌথভাবে এ্যাডভোকেসী করার পরিকল্পনা গৃহীত হয়।