বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর কর্মী দ্বারা সতন্ত্র প্রার্থীর কর্মীকে মারপিট,পোষ্টার ছেঁড়া ও প্রচারে বাধাদানের ঘটনা ঘটেছে। জানা যায় আগামী ২৮ নভেম্বর উপজেলার ৮ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ৮ নং বালুভরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী শেখ মোঃ আয়েন উদ্দিন নৌকা এবং সতন্ত্র প্রার্থী আল এমরান ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭ নভেম্বর দুপুর আড়াই টার দিকে ঘোড়া প্রতীকের প্রচারণার একটি মাইক মির্জাপুর মোড়ে পৌঁছলে নৌকা প্রতীকের কর্মীরা মাইকের তার ছিঁড়ে মাইক ভাংচুর করে। তিনটার দিকে পাটনঘাটা বালুভরার মোড়ে ঘোড়া প্রতীকের এক কর্মীকে নৌকা প্রতীকের কর্মীরা মারপিট করে আহত করেন এবং বেশ কিছু পোষ্টার ছিঁড়ে ফেলে। এ ঘটনা জানতে পেরে ঘোড়া প্রতীকের প্রার্থী আল এমরান হোসেন উক্ত দুইটি স্থান পরিদর্শন করে রিটার্নিং কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট কে বিষয়টি অবহিত করেন এবং অভিযোগ দায়ের করেন। আল এমরান হোসেন অভিযোগ করেন নৌকা প্রতীকের কর্মীরা পরাজয় নিশ্চিত জেনেই আমার কর্মীদের উপর হামলা করেছে এবং প্রচার প্রচারণায় বাঁধা দিচ্ছে আর পোষ্টার ছিঁড়ছে। তিনি আরো বলেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমার ঘোড়া প্রতীকের বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। বিষয়টি নিয়ে এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়েছে।