নওগাঁ প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে নওগাঁ সদর ও রাণীনগর উপজেলায় ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে থেকে এবং রাণীনগর উপজেলা পরিষদ চত্বর থেকে এই সরঞ্জামাদি বিতরণ করা হয় । আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হবে আর বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । দুই উপজেলার ২০ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৮ টি ইউনিয়ন পরিষদে ব্যালট পেপার এর মধ্যে মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর বাকি দুটি নওগাঁ সদরের বক্তারপুর ও রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হাসান মাহমুদ জানান, নির্বাচন সুষ্ঠু ও বিতর্ক এড়াতে আগামীকাল সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, র্যাব, আনসার বাহিনীসহ কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুই উপজেলায় ১৮৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । আর মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬২ হাজার ৭১৬ জন। নওগাঁ সদরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ জন রাণীনগরে ৪৮ জন সদস্য সংরক্ষিত ২৪০ জন ও সাধারন এক সদস্য ৬৮৫ জন।