মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ অন্যের ক্ষেতে শ্রম বিক্রি নয় নিজের ক্ষেতের সোনালী ধান ঘরে তোলার স্বপ্ন দেখছেন কাজীপাড়া গ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রান্তিক চাষী মাহাদো তির্কী। মাহাদো তির্কীর লাগানো ২ বিঘা জমির ধান পাঁকতে শুরু করেছে আর কদিন পরেই সে ধান ঘরে তুলবেন তিনি। ঘরে ধান তোলার আনন্দে খুশি তার স্ত্রী কন্যারাও। মাহাদো তির্কী জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আদিবাসীদের স্থায়ীত্বশীলতা অর্জন প্রকল্প থেকে তিনি এককালীন ৫ হাজার টাকা সহযোগীতা পেয়েছেন। এ সহযোগীতার টাকায় তিনি ২ বিঘা জমিতে রোপা আমন চাষ করেছেন। বছরের এ সময় অন্যের জমিতে শ্রম বিক্রি করতে হলেও এবার তিনি নিজের ধান ঘরে তোলা নিয়েই ব্যস্ত রয়েছেন। কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা জানান, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শ্রমজীবি প্রান্তিক চাষীদের সাবলম্বী করতে আদিবাসীদের স্থায়ীত্বশীলতা অর্জন প্রকল্পের মাধ্যমে কোন শর্ত ছাড়াই মাহাদো তির্কীসহ ২০ জন কৃষককে এককালীন ১ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে। এ টাকা দিয়ে ধান ও সবজি চাষ করে অনেকেই সাবলম্বী হচ্ছেন।