কুড়িগ্রাম : তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের ৩ উপজলায় ২৮টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে মনোনয়ন পত্র জমা করেছেন ইউনিয়নগুলোর চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা।
মনোনয়ন জমাদানের শেষ দিন মঙ্গলবার নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দেন।
নির্বাচন অফিস সুত্র জানায়, তৃতীয় ধাপে এই ২৮টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন যাছাই-বাচাই আগামী ৪ নভেম্বর, প্রত্যাহার ১১ নভেম্বর ও প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর।
আগামী ২৮ নভেম্বর জেলার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার ২৮টি ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, জেলার ৯ উপজলায় ৭২টি ইউনিয়নের মধ্যে ৩ উপজেলার ২৮টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।