নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় আর্থিক ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। এডাব নওগাঁ জেলা শাখা আয়োজনে নওগাঁ কেডি‘র মোড় জননী ট্রেনিং সেন্টারের শনিবার (৩০ অক্টোবর থেকে ০১ নভেম্বর পর্যন্ত ০৩ দিন ব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন ঘোষনা করেন এডাব কর্মসুচি পরিচালক মোঃ কাউসার আলম কনক। এসময় স্বাগত বক্তব্য রাখেন জননীর নির্বাহী পরিচালক ও সদস্য সচিব এডাব নওগাঁ মোঃ আকরামুল ইসলাম ,শুভেচ্ছা বক্তব্য রাখেন রানির প্রধান নিবাহী মোঃ ফজলুল হক খান ও বিএসডিও‘র পরিচালক মোঃ আঃ রউফ। প্রশিক্ষণ প্রদান করেন এডাব রিসোর্পুল সদস্য মোঃ খলিলুর রহমান। এসময় অন্যান্যর মধ্যে নারী উদ্যেক্তা নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সাধারণ সম্পাদক লিপি সাহা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি নারী উদ্যেক্তারা উপস্থিত ছিলেন। এসময় আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তিনদিন ব্যাপি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও নারী উদ্যেক্তাদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।