বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা প্রশাসন আয়োজিত ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) মোস্তাফিজুর রহমান চৌধুরী, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, কৃষি কর্মকর্তা হাসান আলী, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হক, সাংবাদিক হাসানুজ্জামান, এমদাদুল হক দুলু প্রমুখ। সেমিনারে সকলকে ভোক্তা অধিকার আইন জানা এবং তা বাস্তবায়নের জন্য সকলকে সচেষ্ট হওয়ার আহবান জানানো হয়।