বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনা করে বগুড়া শহর বিএনপির ২১ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক তিন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনা করে বগুড়া শহর বিএনপি অন্তর্ভুক্ত ২১ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত বুধবার বাদ আসর বেজোড়ায় লিলাøহ্ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল করিম বাদশা, বগুড়া শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল, জেলা স্বেচ্ছাসেবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাকিবুল ইসলাম শুভ, ২১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আঃ কুদ্দুস চান, যুগ্ম- আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, ২১ নং ওয়ার্ড বিএনপির নেতা হোসেন, নুর ইসলাস, জাহিদ, বাবলু, ইর্সরাফিল, রবিউল ইসলাম, ছালাব, আরিফ প্রমুখ।
উক্ত মাহফিলে জাঈমা রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চাওয়া হয়।