মুজিব শতবর্ষ বগুড়া জেলা দাবা লিগ ২০২১ এর পুরস্কার বিতরণী করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, জেলা পুলিশ বগুড়ার ব্যবস্থাপনায় এবং এবিসি টাইলস্ এর পৃষ্ঠপোষকতায়, মুজিব শতবর্ষ বগুড়া জেলা দাবা লিগ ২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন এর সভাপত্ত্বিতে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুদীপ কুমার চক্রবর্ত্তী, পুলিশ সুপার, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাসুম আলী বেগ, অতিঃ জেলা প্রশাসক (সার্বিক), বগুড়া, মোতাহার হোসেন, অতিঃ পুলিশ সুপার (ডিএসবি)। এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শুভাশীস পোদ্দার লিটন, আলহাজ শেখ, সাগর কুমার রায়, অতিঃ সাধারণ সম্পাদক- সুলতান মাহমুদ খান রনি, যুগ্ম সম্পাদক- অশোক রায়, কোষাধক্ষ্য-শামীম কামাল শামীম, নির্বাহী সদস্য- জামিলুর রহমান জামিল, মাহফুজুল ইসলাম রাজ, আল রাজি জুয়েল, গোলাম রাব্বানী, জাকিয়া সুলতানা আলেয়া, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা। এর আগে সকালে ৫ম রাউন্ডের শেষে এবারের লিগে চ্যাম্পিয়ন হয় বগুড়া উইনার স্পোটস ক্লাব, রানার আপ হবার গৌরব অর্জন করেন- স্পোর্টস জোন বগুড়া, এবং তৃতীয় হয়েছে শুকতারা সংঘ।