উত্তরকোণ ডেস্ক : শারদীয় দুর্গা পূজা উপলক্ আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চার দিন বন্ধের কবলে পড়ছে বেনাপোল বন্দর। এ চার দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
১০ কিলোমিটার যানজটে শত শত রফতানি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে বেনাপোল বন্দর এলাকায়। চার দিনের ছুটিতে যানজট আরো বাড়বে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব ৮৪ কিলোমিটার। ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি পণ্য বাংলাদেশে আসতে সময় কম লাগার কারণে স্থল পথে আমদানিকারকরা এ বন্দর দিয়ে অধিকাংশ পণ্য আমদানি করে থাকেন। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকার কারণে সেদেশের ব্যবসায়ীরা ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি সংক্রান্ত কোনো কাজ করবে না। এ কারণে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে চার দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরে লোড আনলোডসহ সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি রাজু আহম্মেদ জানান, দুর্গা পূজার কারণে ভারতে চার দিন সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এ চার দিন বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।