1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
নারীকে অন্তর্ভুক্ত করে সমাজের উন্নয়ন করাই রাষ্ট্রের একমাত্র লক্ষ্য- জেলা প্রশাসক - Uttarkon
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাবনা-২ আসনে আ’লীগের গ্রুপিং চরমে! এক অংশের প্রার্থী ঘোষণায় সমালোচনার ঝড় বগুড়ায় শুদ্ধস্বরের স্বাধীনতার কবিতা পাঠ সরকারী অনুদানে স্কুলের একাডেমিক ভবন নামকরণ হলো এমপি বাদশার বাবার নামে জীবনের নিরাপত্তা চেয়ে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ইফতারে প্রাণ জুড়াচ্ছে ‘ঘোল’ রাজশাহী মহানগর আ.লীগ সম্পাদক ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে সমাবেশ দুপচাঁচিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত পরকীয়ার কারণে সম্রাটকে হত্যা: বন্ধু মমিন গ্রেপ্তার বদলগাছীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তরের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নারীকে অন্তর্ভুক্ত করে সমাজের উন্নয়ন করাই রাষ্ট্রের একমাত্র লক্ষ্য- জেলা প্রশাসক

  • সম্পাদনার সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ১২৫ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ নারীকে অন্তর্ভুক্ত করে সমাজের উন্নয়ন করাই রাষ্ট্রের একমাত্র লক্ষ্য। আপনারা নারীরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনার জীবদ্দশায় দেখেছেন আপনাদের মা-খালারা যে অবস্থানে ছিল আপনারা কিন্তু সেই অবস্থানে নাই। সেই অবস্থান থেকে কিছুটা হলেও উন্নতির দিকে ধাবিত হচ্ছেন। পরিপূর্ণমাত্রায় আপনারা উন্নতি, অগ্রগতির যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল তা হয়তো হয়নি। কিন্তু পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। একসময় আপনাদের মা-খালারা বাড়ি থেকেই বের হওয়ার চিন্তা করতেন না। আজকে আপনারা এখানে এসে সকলের সঙ্গে মিশে সভা করতে পারছেন, বক্তব্য দিতে পারছেন, আপনাদের মতামত তুলে ধরতে পারছেন। সমাজের এই স্বাধীন অবস্থা একদিনে তৈরি হয়নি। এটি ক্রমশ রাষ্ট্রীয়ভাবে গৃহিত নানান ধরনের পদক্ষেপ, পলিসি ও নীতিমালা গ্রহণের ফলে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। নারীরা সমাজের সবজায়গায় নেতৃত্ব দেয়া শুরু করেছে। নারীরা কর্মে অনেক এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নারী হওয়ার কারণে তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। সোমবার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ হলরুমে তথ্য অফিস বগুড়ার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়)” শীর্ষক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় নারীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের এনাউনসার জুলফিকার মোঃ আব্দুর রউফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক প্রামানিক। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার(রুঃদাঃ) কবির উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, শাহজাহান আলী, এসএম হেলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা শিক্ষা অফিসার শরীফ আহম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন নবী, সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কাবেরী মাহমুদা, ইমাম হাফেজ মোঃ আব্দুর নূর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies