নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে চোর ও গাঁজাসহ দুইজন কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। নন্দীগ্রাম থানা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর নির্দেশনায় এসআই এটিএম রফিকুল ইসলাম ও এএসআই কাজী শাহিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২ অক্টোবর বিকাল সাড়ে ৫ টায় নন্দীগ্রাম থানাধীন ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়নের অন্তর্গত পারশন ঠাকুরপাড়া বারোয়ারী মন্দির এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ গ্রাম গাঁজাসহ পারশন গ্রামের মৃত রমনীকান্ত বর্মনের মেয়ে শ্রীমতি মঞ্জু রানী (৪৮) কে গ্রেফতার করে। আসামী শ্রীমতি মঞ্জু রানীর বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা বিচারাধীন আছে। অপরদিকে পৃথক একটি অভিযানে
এসআই মোঃ তারিকুল ইসলাম এর নেতৃত্বে নন্দীগ্রাম থানার একটি চৌকস টিম ২ অক্টোবর বিকালে অভিযান পরিচালনা করে একই গ্রামের মোঃ সোহেল রানার ছেলে কুখ্যাত চোর মোঃ নাজমুল ইসলাম কে গ্রেফতার করে। উল্লেখিত ঘটনা সংক্রান্তি ১টি নিয়মিত মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।