মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে হাটের ইজারাদারের ঘরে জুয়া খেলার সময় আট জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে শিবগঞ্জ হাট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কলুমগাড়ি গ্রামের মতিনের ছেলে মুশফিকুর (৩৩), তেঘরি গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে লেবু মিয়া(৩৮), শিবগঞ্জ মধ্যপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আনারুল ইসলাম (৩০), সাদুল্যাপুর গ্রামের মৃত জগদিসের ছেলে সজল চন্দ্র দাস, বেড়াবালা অর্জুনপুর গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) এবং বনতেঘড়ি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে রেজাউল করিম (৫০)। শনিবার সকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, রাত ৯টার দিকে শিবগঞ্জ হাটের ইজারাদারের ঘরে কিছু লোকজন তাস দিয়ে জুয়া খেলছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় ঐ আটজনকে আটক করা হয়।