ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট কেন্দ্রীয় বারোয়ারী রাধা গোবিন্দ মন্দিরের আটচালা ঘর নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। মন্দির কমিটির সভাপতি পলান সরকারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম মিন্টু, ধুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহাদত হোসেন ডেভিট, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা প্রমূখ। এরপর এমপি হাবিবর রহমান ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ যমুনা নদীর ডান তীর সংরক্ষণ এলাকা পরিদর্শন করেন।