নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালগাছ গুলো দেশের সম্পদে পরিনত হয়েছে।এ সম্পদ আমার নয়,ঘুঘুডাঙ্গ বাসির ও নয়,এ সম্পদ সবার। এ সম্পদ জাতীয় সম্পদ রুপে পরিনত হয়েছে। যা সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব ও ছড়িয়ে পড়ছে।
তিনি আরো বলেন, আজকে ঘুঘুডাঙ্গার যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই। আপনাদের নাম দিয়েই এ তালগাছ সংরক্ষণ করেছেন। আমার লাগানো তালগাছ গুলোর স্মৃতি রক্ষা করেছেন।এ পর যে চেয়ারম্যান হবে তার প্রতি আমার দাবি ২৪ সেপ্টেম্বরেই তাল পিঠার উৎসব করেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঘুঘুডাঙ্গার রাস্তার তালতলীতে তাল পিঠার উৎসবে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় হাজীনগর ইউপি চেয়ারম্যান ও হাজীনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয় মারীয়া পেরেরা, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রমুখ।